Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / অনুপম ভট্টাচার্য, জগত জ্যোতি চাকমা

আরণ্যদিনের কবিতা
অনুপম ভট্টাচার্য

পাহাড়-জঙ্গল পেরিয়ে ফিরে আসাটা
খুব একটা কঠিন ছিল না ।
কঠিন ছিল না ভুলে যাওয়া,
সারা পথের ক্লান্তিটুকুও ।
শুধু যা দুরূহ ছিল, তা হল
সারাশরীর জুড়ে বিষলতা ও কাঁটাঝোপের ক্ষতচিহ্নগুলি
চোখের আড়ালে রাখা ।
কারণ, প্রতিটা কাটা দাগ             
গৃহত্যাগী মানুষের চটির শব্দ হয়ে
আমার সারা শরীরে মিশে আছে ।

একান্তে প্রেমে
জগত জ্যোতি চাকমা


ঘুরে ফিরে জড়ো করি তোমার শরীর
এক খন্ড নীল নির্বিঘ্নে
নীলাভ প্রচ্ছদ আঁকে ক্যানভাসে।
বিমর্ষ সন্ধ্যা নামে শিল্পীত মাঠে;
একান্তে আমি নাড়াচাড়া করি
পতিত পালক তোমার।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.