Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

জেগে ওঠো শহর / সুপ্রতীম মুখার্জী

ড্রেনের জলেও ঢেউ উঠেছে এবার
ময়লা প্লাস্টিক আর
রক্তাক্ত কাপড়টা ভেসে যাচ্ছে
ইটের পাঁজর ভেদ করে
তোমার হৃদপিন্ড ছুঁতে চাইছে
সূর্যরশ্মি
চু-কিত-কিত, চু-কিত-কিত
বলে
টিকটিকিটা
ডাকছে নোংরা দেওয়ালে,
রাত হলেই স্ট্রীটল্যাম্প গুলো ঘুমোতে যাচ্ছে নিশাচর দের সাথে।

অহেতুক কৌতুক আর
অশ্লীলতার ফুলশয্যায় শায়িত
বিনোদনের আদরে গা ভাসানো
নব্য সভ্য সভ্যতা,
তুমি এবার ভাবো
তুমি এবার জানো
তোমার অস্তিত্ব তোমার দায়িত্ব এ শহরের প্রতি।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.