Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মরুভূমি / আকাশ গঙ্গোপাধ্যায়

তুমি 
আঁধার রঙা মেঘের নিচে ধূসর মরুভূমি
জানো
বর্ষা এলে রাগ কমাতে, বৃষ্টি বুকে টানো
যারা
ভালোবেসে তোমার টানে হয়েছে ঘরছাড়া
তার
 
একটা ফোঁটা জলের আশায় বিবর্ণ চিৎকার
ওড়ে
ঝড়ের নেশায়, তপ্ত বালি দু
হাত দিয়ে খোঁড়ে
একা
খুঁড়তে খুঁড়তে গর্ত হলেও পায়নি জলের দেখা
ফাটা
 
চ্যাপ্টা সবুজ কান্ড জুড়ে থোকায় থোকায় কাঁটা
মন
 
চমকে ওঠে তৃষ্ণাতে তার বিজয় প্রলোভন
  
যদি
চোখ মেলে দাও, দুপাশ ভাসায়, মরীচিকার নদী
 
চাপ
বাড়তে থাকে শরীর জুড়ে, উটের পায়ের ছাপ
তারা
মিলিয়ে গেছে দিগন্তে ওই ছিন্ন পদধারা
তবু
 
বাঁচিয়ে রাখার আশিস দিতে ভুল করেনি প্রভু
 
বুড়ো
উটের কুঁজে সূর্য লুকায়, ভাঙছে বালির চূড়ো
চেনা
 
মানচিত্রের আধখানা চাঁদ, মেঘের মাথায় দেনা
তুমি
সব ভুলে ফের জড়িয়ে ধরো আমার মরুভূমি





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.