Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আকাশের দিকে হা মুখ / অর্ণব চৌধুরী

আকাশে হা মুখ করে ছুটে যাই তোমার দিকে
ঘন ঘন ছুটি, ঘুরে তাকাই;
কাছে গেলেই মিলিয়ে যায় সব


পচা রেস্তরাঁর ক্লান্তির ছাপ চশমায় এসে লাগে,
বিকার গ্রস্থ গাড়ির শব্দ
বিষাদের নীল আলোতে ঝলসে ওঠা খানা-খন্দ
ন্যাপকিনে মুছে যাওয়া চুমুর দাগ সবাই একযোগে হেসে ওঠে,

ড্রাইভার, কন্ট্রাক্টর, ঘেমে যাওয়া ট্রাফিক জ্যাম
হাতের তালুতে ঘুরতে থাকা ইন্টারনেট,
জানলায় বসে দেখা ক্লিভেজ, আর
স্টেট ব্যাঙ্কে জমা রাখা পাণ্ডুলিপি
পাহারা দেয় যুবতীর ছেঁড়া জিন্সের পলকা বোতাম । 


এভাবেই মুহূর্তের মধ্যে মুহূর্ত পাল্টে যায় আমার,
এই নশ্বর জীবন থেকে বারবার ছুটি নিই,
একবার মৈথুনের পর ফিরে আসি

ছিলিমের গোঁড়ায় জীবন লটকে রেখে অন্ধকারে ডুবে যাই


নির্জনতার বৃষ্টিতে চোখের পাতা ভিজিয়ে
আয়নার সামনে এসে দাড়াই।
সমস্ত জানলায় উঁকি মেরে আমি কি খুঁজি?
কাকে খুঁজি?
এ কোন দিব্যোন্মাদনা আমায় ভর করে!

কোনও অভীষ্ট ধোঁয়ার ভিতর আবার জেগে ওঠে কবিতার ধুন ,
ডিপ-ফ্রিজে রাখা কবিতার নির্জাস
চুইয়ে পড়ে অন্তর্বাস ভিজিয়ে দেয়


আমি আবার তোমার দিকে হা মুখ করে ছুটে যাই,
ছায়াপথে, একাকী...
উদাসীন...
তোমার দিকে ছুটে যাই ।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.