Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

প্রতিটি রাস্তার মোড়ে / সঞ্জীব চট্টোপাধ্যায়

সূর্যাস্তের পরেই বার বার ফিরে যাই অন্ধকারে
ইচ্ছে করেই চিনে নি কিছু লাইটপোষ্টের মুখ
সেখানে আলোর প্রদীপ জ্বালিয়ে সমাধিতে বসেছেন ঈশ্বর
এক কাপ চায়ে চুমকে নিচ্ছে সমস্ত ব্যর্থতা
আর তারপর একটা যন্ত্রণাদায়ক প্রতিহিংসার আস্ফালন
খাচ্ছ খাও
, আড্ডা দিচ্ছ দাও তবু আমাদের গন্ডীর মধ্যে
সুস্থ রুচিশীল একটা ভালোলাগা বিকেলের প্রবেশ নিষেধ
ধোঁয়াতে কিংবা কয়েক পেগ মনমাতানো জলের চেয়ে
জমে থাকা প্রতিযোগিতার দলা দলা পাঁকের গন্ধ অনেক বেশি
এখান থেকে ফেরত যোগ্য কিছু নেই থাকতেও পারে না
তবুও প্রত্যাশী বিকেল নিয়েই ঢুকে পড়ি প্রতিটি রাস্তার মোড়ে
আর ইকিড়মিকিড় আঙুলের খোঁজে দলছুট হয়ে যাই প্রতিবার।










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.