Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

নাগরী দাঁড় কাক / অলোক মিত্র

জানি, এই শীতে তুমি জড়িয়েছ একটার পর একটা ঝরে পড়া পালকের ওম,
পশমি আদর আর কুয়াশার গায়ে লেগে থাকা সবুজের বুকে কমলা রোদ।

আর আমি পরিশুদ্ধ শীত বার্তা হতে খুঁজে পাই ফেলে আসা ওম ছড়ানো অতীত, অনুর্বর প্রেম।
অতঃপর! শীতের কার্নিশ বেয়ে উঠে যাই আত্মার বেহুলা চড়চড়ে অসাড়তা ছাড়াতে।
ফিনিক্স জনমের প্রতি নিঃশ্বাসে উষ্ণতা কুড়াই হিম
প্রহরে রাত জেগে জেগে....

দ্যাখো শীতের কুয়াশায় কত ঝরে পড়া আর্তনাদ আর মৃত: অসমাপ্ত আত্মার পৃথিবীতে আরও
কিছুটা থাকার আহাজারি আই সি ইউতে বৃদ্ধাতে বয়সের নতজানু সংলাপ।
হিম শীতের ছোপ ছোপ উষ্ণছাপ রতিক্লান্ত- রমণীর নাভিমূলে দিয়েছে সঞ্জীবনী সুখবোধ।

কুয়াশার হিম ঠোঁটে রাত্রির বিলাপে জেগে থাকে নাগরী দাঁড় কাক
এক পা তুলে অগোছালো নিজ গৃহে রচে যায় বিলাপের সংলাপ,
রোদ উষ্ণতার অপেক্ষায় এক মুঠো সকাল।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.