Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বসন্ত / মিঠুন চক্রবর্ত্তী

চোখের থেকে অনেকটা ভিতরে দাঁড়াতে পারলে
প্রতিবেশী মেয়েটির মতো প্রজাপতি নিত্য উড়ে যায়
শুকনো পাতা আর পাথরের নীচে গভীর সুড়ঙ্গ পথে,
অন্ধকার দু'হাত ছুঁয়ে সেখানে রং করে দেয় ডানায়।

প্রচণ্ড শীতে তোমার ঘুম ভেঙ্গে যেতেই আমি বুঝেছিলাম,
আমাদের দরজায় বসন্তের আসতে আর খুব দেরি নেই;
সমস্ত শুকনো পাতার ঠোঙায় রোদ কুড়িয়ে কুড়িয়ে
একটা আশ্চর্য আগুন তৈরি করে রেখেছিলাম আগেই।

অথচ আজকাল বর্ষায় আমরা একটুও ভিজতে পারিনি বলে
আমাদের নামে শীত লিখে দিল যেসব অবোধ চঞ্চল মেঘেরা
আজ তাদের উদ্দেশ্যে বলবো প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে
বর্ষা সত্য নয়, শীত সত্য নয়, চিরসত্য বসন্তে প্রেমিক আমরা।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.