Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

একটা তুমি চাই / শ্রী সদ্যোজাত (তুহিন চাকলাদার)


একটা অগোছালো সাদাকালো
ঝড় দরকার ;
আধুলি অনুভূতির, ভিক্ষা ধাতে সয় না...
ধাতে ধাতে মেলে না...
তৈরি মুখোশের ভেতরে চলছে, হাতাহাতি..

শুনেছি,মরণের ওপারেতে....
এক নিশুতি,সাগর আছে...
সেখানে রাশিরাশি ন্যাংটো শরীর,
জোড়ে জোড়ে ভাসে....
তারা তর্পণ.....আরতি করেনা...
একে অপর কে সমর্পণ করে ;
ওরা বিধাতার অনুগত ধর্মভয় করেনা...
পূবের আকাশ, গোপন রেখেছে সে খবর...

পড়ে যাওয়া বিকেল ভেঙে ভেঙে, আবারও অবয়ব তৈরি করে ;
জোড়াতালির সীমারেখাটা,
দিন কে দিন বেড়েই চলেছে....
একটা নেই মেঘ অলিখিত ঝড় দরকার ;
একটা নেই শরীর নীলচে অবকাশ দরকার
একটা নেই বর্ণমালা নেই শেষ তুমি দরকার....


অলঙ্করণ-সঞ্জীব





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.